আযানের জবাব বাংলা উচ্চারণ । আযানের দোয়া। আজান বাংলা ও আরবি উচ্চারণ অর্থসহ

azaner-jobab


পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান। আজান শব্দের অর্থ হচ্ছে আহব্বান বা ডাকা।এটি মুসলিম-অমুসলিম-নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি। আজান হচ্ছে এমন একটি মাধ্যম যা আমাদেরকে মসজিদমূখী করে। আমরা যারা খাটি ইমানদার আছি তারা আজানের ধ্বনি শোনামাত্র আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হই। আজান শোনা এবং একই সাথে আজানের উত্তর দেওয়ার মধ্যে অনেক সাওয়াব নিহিত রয়েছে। তাই ইসলাম ধর্মে এই আজানের অনেক গুরুত্ব রয়েছ‍ে।

আযানের জবাব বাংলা উচ্চারণ

প্রত্যেক ফরজ নামায পড়িবার পূর্বে আজান দেওয়া ছুন্নতে মোয়াক্কাদা।-(কর্তব্য স্বরূপ) মোয়াজ্জিন যখন যেই যেই শব্দ উচ্চারণ করিয়া আজান দিবে, শ্রোতাগণও তখন সেই সেই শব্দের জবাবে তাই বলবে। কিন্তু “হাইয়্যা আলাচ্ছালাহ্” ও “হাইয়্যা আলাল ফালাহ্” শব্দের জবাবে “লা-হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ” বলবে ।

ফজরের আজানের জবাব

আর ফজরের নামাযের আজানের সময় “আচ্ছালাতু খাইরুম্ মিনান্নাউম” এর জবাবে ‘ছাদ্দাক্তা ওয়া বারারতা'  বলবে। 

আজানের জবাব সম্পর্কে হাদিস

আজান দিবার  ও শুনবার সময় দুনিয়ার কোন কথা বললে ৪০ বৎসরের নেকী নষ্ট হয়ে যাবে। অতএব ধীর ও স্থিরভাবে আজান শুনবেন ও আজানের জবাব দিয়ে নিম্নলিখিত মোনাজাত করবেন। হাদিসে তিরমিযী শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি সন্তুষ্টচিত্তে আজান শুনিয়া উহার জওয়াব আদায় করতঃ মোনাজাত করিবে, কেয়ামতের দিন আল্লাহ্ তাআলা বিশেষ সন্তুষ্ট হইয়া তাহাকে বেহেশতে স্থান দিবেন । -(তিরমিযী)

আজান বাংলা ও আরবি উচ্চারণ অর্থসহ

প্রথমে দুই দমে ( ২ বার করে ) চারবার বলবেঃ 

الله اكبر الله اكبر

 الله اكبر الله اكبر

উচ্চারণঃ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 

অর্থঃ আল্লাহ্ মহান, আল্লাহ্ মহান।

পুনরায় দুইবার বলবেঃ

 اشهد ان لا اله الا الله

اشهد ان لا اله الا الله

উচ্চারণঃ আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু।

অর্থঃ আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতীত দ্বিতীয় উপাস্য নাই।

পুনরায় দুইবার বলবেঃ 

اشهد ان محمد الرسول الله

اشهد ان محمد الرسول الل

উচ্চারণঃ আশহাদু আন্না মুহাম্মাদার রাছূলুল্লাহ।

অর্থঃ আমি সাক্ষ্য দিতেছি যে, হযরত মোহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত রাসূল।

পুনঃ দুইবার (ডানদিকে মুখ ফিরিয়ে) বলবেঃ

حي على الصلاة

حي على الصلاة

 উচ্চারণঃ হাইয়্যা আলাছ ছালাহ। 

অর্থঃ নামাযের জন্য প্রস্তুত হও। 

পুনঃ দুইবার (বামদিকে মুখ ফিরিয়ে) বলবেঃ

حي على الفلاح

حي على الفلاح

উচ্চারণঃ হাইয়্যা আলাল ফালাহ।

অর্থঃ শুভ কাজের জন্য প্রস্তুত হও।

পুনঃ দুইবার বলবে (শুধুমাত্র ফজরের আজানে) 

 الصَّلَواةُ خَيْرٌ مِنَ النَّوْمِ

الصَّلَواةُ خَيْرٌ مِنَ النَّوْمِ

উচ্চারণঃ আছ ছালাতু খাইরুম মিনান নাওম।

অর্থঃ নিদ্রা হইতে নামায উত্তম।

একামতে দুইবার বলবেঃ قد قامت الصلاةُ (একামতের সময়)

উচ্চারণঃ ক্বদ ক্বামাতিস্‌ সালাহ

অর্থঃ বাস্তবিক নামায আরম্ভ হইয়াছে।

পুনঃ দুইবার বলবেঃ

الله اكبر 

الله اكبر

উচ্চারণঃ আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

অর্থঃ আল্লাহ্ মহান, আল্লাহ্ মহান।

শেষে একবার বলবেঃ

 لا اله الا الله

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহ

অর্থঃ আল্লাহ ব্যতীত দ্বিতীয় উপাস্য নাই।

আরও পড়ুনঃ আজান লিরিক্স

আযানের দোয়া আরবি

 ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺏَّ ﻫَﺬِﻩِ ﺍﻟﺪَّﻋْﻮَﺓِ ﺍﻟﺘَّﺎﻣَّﺔِ، ﻭَﺍﻟﺼَّﻼَﺓِ ﺍﻟْﻘَﺎﺋِﻤَﺔِ، ﺁﺕِ ﻣُﺤَﻤَّﺪﺍً ﺍﻟْﻮَﺳِﻴﻠَﺔَ

ﻭَﺍﻟْﻔَﻀِﻴﻠَﺔَ، ﻭَﺍﺑْﻌَﺜْﻪُ ﻣَﻘَﺎﻣَﺎً ﻣَﺤﻤُﻮﺩﺍً ﺍﻟَّﺬِﻱ ﻭَﻋَﺪْﺗَﻪُ، ‏[ﺇِﻧَّﻚَ ﻟَﺎ ﺗُﺨْﻠِﻒُ ﺍﻟْﻤِﻴﻌَﺎﺩَ 

আযানের দোয়া বাংলা অর্থসহ

উচ্চারণঃ আল্লাহুম্মা রাব্বা হা-জিহিদ দাওয়াতি তাম্মাতি ওয়াচ্ছালাতিল ক্বা-য়িমাতি, আ-তি ছাইয়্যিদিনা মোহাম্মাদানিল ওয়াছীলাতা ওয়ালফাযীলাতা, ওয়াদ্দারাজাতার রাফীয়াতা-ওয়াব আছহু মাক্বা-মাম্‌ মাহমুদানিল্লাজী ওয়াআত্তাহু, ইন্নাকা লা-তুখলিফুল মীয়াদ।

অর্থঃ “হে খোদা তাআলা ! তুমি লোকদিগকে ডাকিবার ও নামায সম্পাদন করিবার মালিক। তোমার অনুগ্রহের দ্বারা আমাদের সরদার হযরত মোহাম্মদ (সঃ) এর মর্যাদা বৃদ্ধি করিয়া দাও এবং তাঁহাকে তোমার ওয়াদাকৃত মাক্বামে-মাহমুদে পৌঁছাও। কারণ, তুমি কখনও অঙ্গীকারের খেলাফ কর না।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজান শুনে আজানের জবাব ও নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রো-বিডি নিউজ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url