১ মিলিয়ন সমান কত লক্ষ টাকা। ১ মিলিয়ন সমান কত টাকা - প্রো-বিডি নিউজ ২৪.কম
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক-পাঠিকা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রো-বিডি নিউজ ২৪.কম- এ আপনাদের সবাইকে স্বাগতম।
আপনাদের মধ্যে অনেকই গুগলে ১ মিলিয়ন সমান কত লক্ষ টাকা? ১ মিলিয়ন সমান কত লাখ,১ মিলিয়ন সমান কত টাকা ইত্যাদি সার্চ করে থাকেন। আজকে আমরা এই নিয়ে আলোচনা করবো
আরও পড়ুনঃ
১ মিলিয়ন সমান কত লক্ষ টাকা
১ মিলিয়ন সমান দশ লক্ষ বা ১০ লক্ষ টাকা। এটি হিসাব করার একটি সহজ নিয়ম দেখে নিন-
মিলিয়ন = 1000×1000 =10^6 ( 6 টি শুন্য)। 1 মিলিয়ন = 1000000 = 100000 × 10 = 1 লক্ষ × 10 = 10 লক্ষ।
১ মিলিয়ন সমান কত লক্ষ টাকা শেষ কথাঃ
এখন আশা করছি ১ মিলিয়ন সমান কত লক্ষ ,১ মিলিয়ন সমান কত টাকা তা জানতে পেরেছেন। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে ১ মিলিয়ন সমান কত লক্ষ টাকা তাহলে সহজেই উত্তর দিয়ে দিতে পারবেন।