৫০ মিলিয়ন সমান কত টাকা এবং হিসাব ~ ProBdNews24.Com

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক-পাঠিকা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রো-বিডি নিউজ ২৪.কম- এ আপনাদের সবাইকে স্বাগতম।

৫০ মিলিয়ন সমান কত টাকা এবং হিসাব


বর্তমান বিশ্বের প্রত্যেক দেশের সবল অর্থনীতির পিছনে এক পায়ে দারিয়ে আছে মুদ্রা। আর দেশভেদে এই মুদ্রাকে বিভিন্ন উপমায় ডাকা হয়ে থাকে। উদাহরণ সরূপঃ বাংলাদেশে টাকা, ভারতে রূপি এবং আমেরিকায় ডলার নামে পরিচিত। বর্তমান বিশ্বে বহুল পরিচিত এবং দাপটের সাথে চলমান মুদ্রা হচ্ছে এই ডলার। আমাদের ব্যবহারের সুবিধার্থে এই মুদ্রাকে আমরা বিভিন্ন অংকে ভাগ করে নিয়েছি। যেমনঃ বিলিয়ন, ট্রিলিয়ন, মিলিয়ন, হাজার, লক্ষ ইত্যাদি।

আপনাদের মধ্যে অনেকই গুগলে ৫০ মিলিয়ন সমান কত  টাকা? ৫০ মিলিয়ন সমান কত  ইত্যাদি সার্চ করে থাকেন। আজকে আমরা এই নিয়ে আলোচনা করবো 


৫০ মিলিয়ন সমান কত টাকা

৫০ মিলিয়ন সমান পাঁচ কোটি টাকা বা (৫,০০,০০,০০০) টাকা। এটি হিসাব করার একটি সহজ নিয়ম দেখে নিন-
মিলিয়ন = 1000×1000 =10^6 ( 6 টি শুন্য)। তাহলে ৫০ মিলিয়ন = 10,00,000 = 1000000 × 50 = 5,00,00,000 টাকা।

৫০ মিলিয়ন সমান কত টাকা শেষ কথাঃ 

এখন আশা করছি ৫০ মিলিয়ন সমান কত টাকা তা জানতে পেরেছেন। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে ৫০ মিলিয়ন সমান কত টাকা তাহলে সহজেই উত্তর দিয়ে দিতে পারবেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন