কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র

কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র

আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম-দশম শ্রেণির তৃতীয় অধ্যায়ের কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র টি নিয়ে আলোচনা করবো। আগে আমাদের জানতে হবে মৌলের আপেক্ষিক পারমানবিক ভর আসলে কি? তোমরা সবাই জানো মৌলের পরমাণুর ভরসংখ্যা হলো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল (p+n)। 
কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র

তাহলে বুঝতেই পারছো ভরসংখ্যা হবে একটি পূর্ণসংখ্যা। তোমরা পর্যায় সারণিতে একটি মৌলের পারমানবিক সংখ্যা ও পারমানবিক ভর পরেছো আসলে এই পারমানবিক ভরই হচ্ছে আপেক্ষিক পারমানবিক ভর। যেমনঃ ক্লোরিনের আপেক্ষিক পারমানবিক ভর হচ্ছে ৩৫.৫। আরো ভালো ভাবে আপেক্ষিক পারমানবিক ভরের সংঙ্গা দেওয়া যায়-

আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে


কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন -12 পরমাণুর ভরের  1/12 অংশের যত গুণ ভারী তাকে ঐ মৌলের আপেক্ষিক পারমানবিক ভর বলে।

কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র

কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র
কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র


একটি উদাহরণের মাধ্যমে ভালোভাবে জানা যাকঃ

Al এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়


Al একটি মৌল এবং Al এর একটি পরমাণুর ভর 4.482×10^-23 গ্রাম। তাহলে Al এর আপেক্ষিক পারমানবিক ভর হবে=  4.482×10^-23 গ্রাম ÷ 1.66×10^-24 গ্রাম =27

★একটি কার্বন -12 পরমাণুর ভরের  1/12 অংশের মান- 1.66×10^-24 গ্রাম। 

মন্তব্যঃ 

এখন তোমাদের সবার মনে এই প্রশ্ন আসবে যে মৌলের একটি পরমাণুর ভর টা আবার কি বা কিভাবে বের করবো? যদি জানতে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানাও। আমরা এই নিয়ে পোস্ট করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। 

আরও পড়ুনঃ



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রো-বিডি নিউজ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url