রকেট থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম। রকেটে পল্লী বিদ্যুৎ বিল চার্জ কত?

 রকেট থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রো-বিডি নিউজ ২৪- এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলব রকেট থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম, রকেট থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম নিয়ে। এক সময় ছিল যখন বিদ্যুৎ বিল দিতে পল্লি বিদ্যুৎ অফিসে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। 

তখন বিদ্যুৎ বিল দেওয়া ছিল মস্ত বড় এক মাথা ব্যাথা। কিন্তু বর্তমান সময় তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে মানুষও অনেক আধুনিক হয়েছে এবং তাদের জীবন যাত্রারও পরিবর্তন হয়েছে। এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। 


আর এই কাজটি সহজ করে দিয়েছে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপ। তার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে বিকাশ এবং রকেট। 

কিন্তু এখনো অনেকে জানেনা যে কিভাবে অনলাইনে বিদ্যুৎ বিল দিতে হবে। এখন আমরা জানবো কিভাবে রকেট অ্যাপ দিয়ে খুব সহজে ঘরে বসে বিদ্যুৎ বিল দেওয়া যায়-

রকেট দিয়ে বিদ্যুৎ বিল দিতে হলে প্রথমে আপনার একটি রকেট অ্যাপ দরকার। আপনাদের যদি রকেট অ্যাপ না থাকে তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।


রকেট থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


ধাপ ০১ঃ 
প্রথমে আপনাদের রকেট অ্যাপটি অপেন করে চার ডিজিটের পিন দিয়ে লগিন করতে হবে।

palli-bidyut-bill-payment-by-rocket-app
 রকেট থেকে পল্লী  বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম




ধাপ ০২ঃ
এরপর হোম মেনুতে যাবার পর বিল পরিশোধ অপশনে ক্লিক করুন।

palli-bidyut-bill-payment-by-rocket-app
 রকেট থেকে পল্লী  বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম



আরও জানুনঃ
                           


ধাপ ০৩ঃ 
বিল পরিশোধ অপশনে ক্লিক করার পর সার্চ বারে আপনার বিলার অপারেটর লিখে সার্চ দিন অর্থাৎ পল্লি বিদ্যুৎ বা 1030 লিখে সার্চ দিলেও আপনার বিলার অপশন পেয়ে যাবেন। 

 
palli-bidyut-bill-payment-by-rocket-app
 রকেট থেকে পল্লী  বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম



ধাপ ০৪ঃ 
বিলার অপশনটি সিলেক্ট করার পর আপনার সামনে নিচে দেখানো ছবির মতো বিল পরিশোধ নামে একটি পেজ অপেন হবে। আপনাকে এই সকল নিয়ম মেনে যাবতীয় লিখা ফিলাপ করতে হবে। 

palli-bidyut-bill-payment-by-rocket-app
 রকেট থেকে পল্লী  বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম



ধাপ ০৫ঃ
আপনার বিলের রশিদ থেকে সঠিক এসএমএস নাম্বার, বিলের মাস এবং বছর দিয়ে সহজেই ঘরে বসে  রকেট থেকে পল্লী  বিদ্যুৎ বিল দিন।

palli-bidyut-bill-payment-by-rocket-app
 রকেট থেকে পল্লী  বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম


রকেটে পল্লী বিদ্যুৎ বিল চার্জ কত?


রকেটের মাধ্যমে আপনি চাইলেই প্রি পেইড এবং পোস্ট পেইড উভয় বিল সহজেই দিতে পারবেন। প্রতি ৪০০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল দিলে সেক্ষেত্রে আপনার চার্জ কাটবে ৫ টাকা। আর আপনি যদি ৪০১ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল দেন সেক্ষেত্রে আপনার চার্জ কাটবে ১০ টাকা। এভাবে ১৫০১ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত আপনি যদি বিদ্যুৎ বিল দেন সেক্ষেত্রে আপনার চার্জ কাটবে ২০ টাকা। আর ৫০০০ এর উপরে যদি হয় সেক্ষেত্রে আপনার চার্জ কাটবে ২৫ টাকা।  আপনাদের  সুবিধার্থে নিচে ছকের মাধ্যমে দেখানো হলো।

টাকার পরিমান চার্জ কাটবে
৪০০
৪০১ - ১৫০০ ১০
১৫০১ - ৫০০০ ২০
৫০০০ এর উপর ২৫



আরও পড়ুন,

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রো-বিডি নিউজ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url