রকেট ক্যাশ আউট চার্জ ২০২৩ কত? । Rocket Cash Out Charge 2023

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক ,আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলব রকেট ক্যাশ আউট চার্জ ২০২৩ কত?। Rocket Cash Out Charge 2023 নিয়ে। আমাদের সাথেই থাকুন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর টি পেয়ে যাবেন। 

rocket-cash-out-charge

রকেট ক্যাশ আউট চার্জ

আমরা সবাই জানি, রকেট বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস। যা ডাচ বাংলা ব্যাংক (DBBL) কর্তৃক প্রতিষ্ঠিত। আপনি যদি রকেটের একজন নতুন ইউজার কিংবা গ্রাহক হয়ে থাকেন তাহলে রকেটের ক্যাশ আউট চার্জ কত? তা আপনার জন্যে জানা অত্যন্ত জরুরী। তাছাড়া আমরা যারা বিকাশ, নগদ ব্যবহারকারী আছি তাড়া জেনে খুশি হবেন যে- রকেট ক্যাশ আউট চার্জ ও মোটামুটি স্ছল।

 রকেট একাউন্টের ধরন কয়টি?

১. রকেট পার্সোনাল একাউন্ট।

২. রকেট স্যালারি একাউন্ট। 

আপনি কি জানেন! রকেট একাউন্টের ধরনের উপর রকেট ক্যাশ আউট চার্জ নির্ভর করে। হ্যা, এটাই সত্যি। মুলত ৩ টি মাধ্যমে রকেট থেকে ক্যাশ আউট করা যায়। 


রকেট থেকে ক্যাশ আউট করার ৩ টি উপায়

১. রকেট এজেন্ট পয়েন্ট থেকে।

২. ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর এটিএম বুথ থেকে।

৩. ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর যেকোনো Branch থেকে। 


চলুন রকেট ক্যাশ আউট চার্জ সম্পর্কে বিস্তারিত জেনে আসি-


পার্সোনাল একাউন্ট এর ক্ষেত্রে রকেট ক্যাশ আউট চার্জ

১. সকল এজেন্ট পয়েন্ট থেকে রকেট ক্যাশ আউট চার্জ-

রকেট একাউন্ট থেকে সকল এজেন্ট পয়েন্টে রকেট ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৬.৭০ টাকা। অর্থাৎ, রকেট এজেন্ট পয়েন্ট থেকে ১০০০ টাকা ক্যাশ আউট করলে মোট ১০১৬.৭০ টাকা কাটবে। 

২. ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর এটিএম বুথ থেকে রকেট ক্যাশ আউট চার্জ 

ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর এটিএম বুথ থেকে রকেট ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে মাত্র ৯ টাকা। এটি সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ রেট। অর্থাৎ, এটিএম বুথ থেকে ১০০০ টাকা ক্যাশ আউট করলে মোট ১০০৯ টাকা কাটবে। তবে 

ATM বুথ থেকে ক্যাশ আউটের জন্য একটি শর্ত রয়েছে, আর তা হলো রকেট একাউন্টে ATM  বুথ থেকে ৫০০ টাকার কম ক্যাশ আউট করা যায় না। অর্থাৎ, ৫০০ টাকার দ্বিগুণ ক্যাশ আউট করতে হয়।

৩. ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর যেকোনো Branch থেকে রকেট ক্যাশ আউট চার্জ 

ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর যেকোনো Branch থেকে রকেট ক্যাশ আউট চার্জ ও মাত্র ৯ টাকা এবং সর্বনিম্ন ২০ টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যায়। 

আপনাদের সুবিধার্থে নিচে পার্সোনাল একাউন্ট এর ক্ষেত্রে রকেট ক্যাশ আউট চার্জ এর চার্ট লিস্ট দেওয়া হলো - 


রকেট পার্সোনাল একাউন্ট ক্যাশআউট চার্জ চার্ট-www.probdnews24.com
উপায় চার্জ (প্রতি হাজারে)
DBBL এজেন্ট পয়েন্ট থেকে ১৬.৭০ টাকা
DBBL ATM বুথ থেকে ৯.০০ টাকা
DBBL ব্রাঞ্চ থেকে ৯.০০ টাকা




স্যালারি একাউন্ট এর ক্ষেত্রে রকেট ক্যাশ আউট চার্জ 

rocket-cash-out-charge



১. সকল এজেন্ট পয়েন্ট থেকে রকেট ক্যাশ আউট চার্জ

স্যালারি একাউন্ট এর ক্ষেত্রে সকল এজেন্ট পয়েন্ট থেকে রকেট ক্যাশ আউট চার্জ মাত্র ৯ টাকা।

২. ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর এটিএম বুথ থেকে রকেট ক্যাশ আউট চার্জ 

স্যালারি একাউন্ট এর ক্ষেত্রে সকল ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর এটিএম বুথ থেকে রকেট ক্যাশ আউট চার্জ একদম ফ্রি! হ্যাঁ, আপনারা যারা রকেট স্যালারি একাউন্ট ব্যাবহারকারী আছেন তারা ATM থেকে একদম ফ্রি তে ক্যাশ আউট করতে পারবেন। তবে ৫০০ টাকার দ্বিগুণ ক্যাশ আউট করতে হবে।

৩. ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর যেকোনো Branch থেকে রকেট ক্যাশ আউট চার্জ 

সকল ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর যেকোনো Branch থেকে রকেট ক্যাশ আউট চার্জ মাত্র ১০ টাকা। 

আপনাদের সুবিধার্থে নিচে স্যালারি একাউন্ট এর ক্ষেত্রে রকেট ক্যাশ আউট চার্জ এর চার্ট লিস্ট দেওয়া হলো - 




রকেট স্যালারি একাউন্ট ক্যাশআউট চার্জ চার্ট-www.probdnews24.com
উপায় চার্জ (প্রতি হাজারে)
DBBL এজেন্ট পয়েন্ট থেকে ৯.০০ টাকা
DBBL ATM বুথ থেকে ফ্রি!! Free!!
DBBL ব্রাঞ্চ থেকে ১০.০০ টাকা যেকোনো পরিমাণে

আশা করি রকেট ক্যাশ আউট চার্জ সম্পর্কে সব ধরনের তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। আপনাদের যদি রকেট একাউন্ট না থাকে তাহলে এখুনি রকেট একাউন্ট খুলে এই সুবিধা টি উপভোগ করুন। আজকের আমাদের এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সোশিয়াল পেইজ গুলো ফলো করে আমাদের সাথেই থাকুন।

আরও পড়ুনঃ 

বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম 

রকেট থেকে এয়ারটেল রিচারজ অফার

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রো-বিডি নিউজ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url