015 কোন সিম। 015 কোন সিমের কোড। 015 which operator in Bangladesh
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। আর এই মোবাইল ফোনটি ব্যবহার করার জন্য আমাদের প্রত্যেককেই একটি সিম ব্যবহার করতে হয়। বর্তমানে মার্কেটে অনেক ধরনের সিম কোম্পানি রয়েছে। যাদের কাছ থেকে সিম কিনে আপনি ব্যবহার করতে পারবেন।
প্রত্যেক সিম কোম্পানির নিজস্ব সিম কোড রয়েছে, আপনাদের মধ্যে অনেকেই সিম কোড এর মাধ্যমে এটি কোন সিম তা বুঝতে পারেন নাহ। তাই তো গুগলে গিয়ে আপনারা সার্চ করেন 015 কোন সিম,015 এটা কোন সিম,015 কি নাম্বার, ০১৫ কোন সিমের কোড,015 which operator in Bangladesh, teletalk balance check code, teletalk internet balance check আজকে আমরা আপনাদের এই সব প্রশ্নের উত্তর সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ।
015 কোন সিম-015 which operator in Bangladesh
আপনাদের মধ্যে যারা 015 কোন সিম, ০১৫ কোন সিমের কোড জানতে চাচ্ছেন তাদের জন্য বলছি ০১৫ একটি টেলিটক সিম। টেলিটক সিমটি বাংলাদেশে খুবই জনপ্রিয়। এবং বাংলাদেশের মধ্যে যত সিম কোম্পানি আছে তার মধ্যে টেলিটক হচ্ছে বাংলাদেশের একমাত্র নিজস্ব সিম। মুলত টেলিটক সিমের কোড হচ্ছে ০১৫/015। আশা করছি এখন 015 কোন সিম তা জানতে পেরেছেন।
টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড।teletalk balance check code
আপনি যদি টেলিটক সিম ব্যবহার করেন এবং আপনি আপনার সিমের ব্যালেন্স চেক করতে চান অর্থাৎ আপনার মোবাইলে কত টাকা আছে তা সহজেই বের করে নিতে পারবেন। একটি সহজ কোড ডায়াল করার মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। আপনার ফোনের ডায়াল লিস্টে গিয়ে teletalk balance check code *১৫২# লিখে ডায়াল করলেই সঙ্গে সঙ্গে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড *১৫২#। আপনি *152# কোডটি ব্যবহার করে মেয়াদ সহ আপনার মোবাইলের ব্যালেন্স চেক করতে পারবে।
টেলিটক সিমের মিনিট চেক করার কোড।teletalk minute check code
আপনারা যারা আপনাদের টেলিটক সিমে মিনিট কিনেছেন এবং এখন মিনিট দেখতে চাচ্ছেন কিন্তু জানতে পারছেন না তাদের জন্য আমাদের এই আর্টিকেল। একটি সহজ কোড ডায়াল করলেই আপনারা আপনাদের সিমের মিনিট teletalk minute check code দেখতে পারবেন। টেলিটক সিমের মিনিট চেক করার কোড *১৫২#।
টেলিটক সিমের এম বি চেক করার কোড। teletalk mb check 2024
টেলিটক সিমের এম বি চেক করা একদম সহজ। আপনার যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে টেলিটক- Teletalk অ্যাপ ব্যবহার করে আপনি টেলিটক সিমের এম বি চেক করেতে পারবেন। কিন্তু যাদের নেই তারা *১৫২# এই কোডটি ডায়াল করলেই সঙ্গে সঙ্গে টেলিটক সিমের এম বি চেক করতে পারবেন। teletalk mb check code *152#
আরও পড়ুন
কম টাকায় টেলিটক সিমের এম বি অফার (Updated)
আপনাদের সুবিধার জন্য আমরা কম টাকায় টেলিটক সিমের এম বি অফার গুলো নিচে দিয়ে দিয়েছি।আশা করছি কম টাকায় টেলিটক সিমের এম বি অফার গুলো পেয়ে আপনাদের উপকার হবে।
টাকা | এম বি | কোড | মেয়াদ |
---|---|---|---|
২৭ | ১ জিবি | *১১১*২৭# | ৭ দিন |
৯ | ১০০ MB | *১১১*৫০১# | ৫ দিন |
২৬ | ৫০০ MB | *১১১*৫০৩# | ৩০ দিন |
৪৯ | ১ জিবি | *১১১*৪৯# | ৩০ দিন |
৪৪ | ৩ জিবি | *১১১*৪৪# | ৫ দিন |
৯৩ | ২জিবি | *১১১*৯৩# | ৩০ দিন |
৭৭ | ৩.৫ জিবি | *১১১*৫১১# | ১০ দিন |
৯৭ | ১০ জিবি | *১১১*৯৭# | ৭ দিন |
২০১ | ৫ জিবি | *১১১*৫৩২# | ৩০ দিন |
২১ | ১ জিবি | *১১১*৫৩৪# | ৭ দিন |
কম টাকায় টেলিটক সিমের মিনিট অফার (Updated)
একনজরে কম টাকায় টেলিটক সিমের মিনিট অফার গুলো দেখে নিন।
- ১৪ টাকা রিচার্জে ২৩ মিনিট কিনতে ডায়াল করুন *111*14# -মেয়াদ ৩ দিন ।
- ৩২ টাকা রিচার্জে ৫৩ মিনিট কিনতে ডায়াল করুন *111*32# -মেয়াদ ৫ দিন।
- ৮৬ টাকায় ১৪৩ মিনিট প্যাক কিনতে ডায়াল করুন *111*86# -মেয়াদ ৭ দিন ।
- ২৮৭ টাকায় ৪৭৭ মিনিট প্যাক কিনতে ডায়াল করুন *111*287# -মেয়াদ ৩০ দিন।
টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার
অনেক সময় টেলিটক সিমের মিনিট, এম বি অফার নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে সরাসরি আমরা টেলিটক কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিয়ে তার সমাধান জানতে পারি। কিন্তু অনেকেই আবার টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার জানেন না বা কিভাবে কন্টাক্ট করবেন তা জানেন না। টেলিটক কাস্টমার কেয়ার নাম্বারটি হচ্ছে ১২১।এই নাম্বারে ফোন দিয়ে আপনি যেকোন সময় আপনার যেকোন প্রশ্নের উত্তর জানতে পারবেন। তাছাড়া ই-মেইল করেও আপনার সমস্যার কথা তাদেরকে জানাতে পারবেন। ই-মেইলঃ info@teletalk.com.bd
নিজ টেলিটক(Teletalk) নাম্বার দেখুন
আমাদের মধ্যে অনেকেই সিম ব্যবহার করলেও নিজের নাম্বার মুখস্ত থাকে না। ফলে অনেক জায়গায় ভোগান্তির স্বীকার হতে হয়। তবে ছোট একটি কোডের মাধ্যমে আপনি আপনার নিজ টেলিটক(Teletalk) নাম্বার দেখতে পারবেন, কোডটি হচ্ছে *551#
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স। emergency balance teletalk
হঠাৎ করে যদি আপনার ইমারজেন্সি ব্যালেন্স এর প্রয়োজন হয় তাহলে টেলিটক এর *1122# কোডটি ডায়াল অথবা SMS করেও ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন যদি আপনি ইলিজিবল হন। নিচে SMS এবং ডায়াল উভয় প্রক্রিয়াটি দেখানো হল-
SMS প্রক্রিয়াঃ
এস এম এস প্রক্রিয়াটি হচ্ছে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে আপনার লোন এর এমাউন্ট দিয়ে 1122 নাম্বারে সেন্ড করতে হবে। উদাহরণঃ SMS “Loan” and send to 1122
ডায়াল কোডঃ
সরাসরি *1122# নাম্বারে ডায়াল করার মাধ্যমে আপনি আপনার Eligibility অনুযায়ী লোন নিতে পারবেন ( ফ্রি)।
Teletalk emergency balance
SMS অথবা ডায়াল | লোন এমাউন্ট(BDT) |
---|---|
ডায়াল *1122*10# অথবা SMS “10” and send to 1122 | ১০ টাকা |
ডায়াল *1122*12# অথবা SMS “12” and send to 1122 | ১২ টাকা |
ডায়াল *1122*20# অথবা SMS “20” and send to 1122 | ২০ টাকা |
ডায়াল *1122*30# অথবা SMS “30” and send to 1122 | ৩০ টাকা |
ডায়াল *1122*50# অথবা SMS “50” and send to 1122 | ৫০ টাকা |
1122 কোডের জন্য SMS চার্জ ফ্রি।
015 কোন সিম।015 which operator in Bangladesh শেষ কথাঃ
আপনি যদি আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে হয়তো আপনি 015 কোন সিম,015 কি নাম্বার,015 which operator in Bangladesh সেটি জানতে পেরেছেন । ধন্যবাদ সবাইকে।